টেনেট (২০২০)
আচ্ছা, ডিম আগে না মুরগি আগে কি বলা সম্ভব? বা ধরুন, কেউ কি তার অতীতে গিয়ে নিজের বাবা বা মায়ের জন্মের আগে দাদু কে মেরে আসতে পারে? এই প্রশ্নগুলোর উত্তর দেওয়া হয়তো সম্ভব নয়। কারণ, এগুলো এক একটা প্যারাডক্স। অর্থাত্ 'আপাত বিরোধী হইলেও সত্য' এক ঘটনা প্রবাহ। এবং সময়ের এই লুপ নিয়ে তৈরি বহু সিনেমা আমরা আগেও দেখেছি। সেদিক থেকে ক্রিস্টোফার নোলানের টেনেট আলাদা কিছু নয়। টেনেটেও বার বার এই কথাটাই উঠে এসেছে। নায়ক জিজ্ঞেস করেন, "তোমার কী মনে হয়?" "হোয়াট'স হ্যাপেনড হ্যাপেনড" উত্তর দেয় নীল, ওরফে, রবার্ট প্যাটিনসন। সবই প্রিডেস্টাইনড। কিছুই পাল্টানো যায়না। টেনেট নিয়ে আলোচনা করতে গেলে প্রথমেই আমাদের গল্পটার বিষয়ে একটু জেনে নিতে হবে। গল্পের শুরুতে...নাহ্, গল্পের শুরু বলে কিছু নেই... সিনেমার শুরুতেই দেখানো হয় আমাদের নায়ক (জন ডেভিড ওয়াশিংটন) , একজন সিআইএ এজেন্ট, তার কিছু সঙ্গীসাথীর সাথে একটা এক্সট্র্যাক্সন মিশনে গেছেন কীইভ অপেরা হাউসে। তার দলবল লক্ষ্য অনুযায়ী একটা বিশেষ জিনিস উদ্ধার করে (আর্টিফ্যাক্ট), কিন্তু সে নিজে ধরা পড়ে যায় এবং সুইসাইড পিল খেয়ে নেয়।